"জীবনের বেশিরভাগ রবিবার কাজ করেছি", 'রবিবার'-এর পোস্টার লঞ্চে প্রসেনজিৎ - Robibar bengali film
🎬 Watch Now: Feature Video
ফের অতনু ঘোষের পরিচালনায় প্রসেনজিৎ চ্যাটার্জি। শুধু প্রসেনজিৎ নয়, সঙ্গে আবার জয়া এহসান। ছবির নাম 'রবিবার'। সেলুলয়েডের পরদায় এই প্রথমবার প্রসেনজিৎ-জয়া। এর আগে অতনু ঘোষের 'ময়ূরাক্ষী' ছবিতে দেখা গেছিল প্রসেনজিৎকে। জাতীয় পুরস্কার প্রাপ্ত সেই ছবি পরিচালক হিসেবে অতনুর থেকে দর্শকের প্রত্যাশা অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। 'রবিবার'-এর শুটিং শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে এদিন মুক্তি পেল ছবির পোস্টার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ-জয়া-অতনু। উপস্থিত ছিল ETV ভারত সিতারাও। দেখে নিন ভিডিয়ো...