'ছুটি'-তে গেলেন শাশ্বত-ঋতুপর্ণা, ব্যাপার কী? - Chhuti bengali film
🎬 Watch Now: Feature Video
দক্ষিণ কলকাতার এক অতি সাধারণ বাড়ি, দেখে বোঝা যাবে না ভিতরে কী কর্মকাণ্ড চলছে। কিন্তু সেখানেই চলছে 'ছুটি' ছবির শুটিং। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও শাশ্বত চ্যাটার্জি। ওয়ার্কিং পেরেন্টদের সন্তানের বড় হয়ে ওঠার পথে কী কী ধরনের সমস্যা আসতে পারে, সেই নিয়েই এগোবে এই ছবির গল্প। প্রত্যেকেই এই ছবি নিয়ে আশাবাদী। শুটিং কভারেজে ETV ভারত সিতারা।
Last Updated : Dec 18, 2019, 2:36 PM IST