'রেড' থিমে সেজে উঠল চৈতির বাড়ির পুজো - চৈতি ঘোষাল লক্ষ্মীপুজো
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4744453-865-4744453-1571026879453.jpg)
চৈতি ঘোষালের বাড়ির লক্ষ্মীপুজো প্রতি বছর বেশ ঘটা করেই হয়। এবারও তার ব্যতিক্রম হল না। থিম 'রেড'-এ সেজে উঠল তাঁর বাড়ির লক্ষ্মী। নিজে হাতে অভিনেত্রী রান্না করলেন খিচুড়ি ভোগ, নিমন্ত্রিতরা সেই ভোগ খেলেন তৃপ্তি করে। আর চৈতির ছেলে অভিনেতা অমর্ত্য? তিনি পুনে থেকে শুধুমাত্র ফেসটাইম করে আক্ষেপ প্রকাশ করলেন। ভিডিয়োয় দেখে নিন চৈতি ঘোষালের বাড়ির পুজোর কিছু সুন্দর মুহূর্ত...
Last Updated : Oct 14, 2019, 11:40 AM IST