কবীর সিং Special : উত্তেজনার পারদ চড়ছে দর্শকের, কী বললেন তাঁরা? - কিয়ারা আদবানী
🎬 Watch Now: Feature Video
'কবীর সিং'-এর ট্রেলার আর গান ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে দেশজুড়ে। বিশেষ করে নজর কেড়েছে শাহিদ কাপুরের চরিত্রায়ণ। তাঁর চরিত্রটা এখানে খুবই অ্যাগ্রেসিভ, যে উন্মাদের মতো ভালোবাসতে পারে, আবার সেই ভালোবাসা ভেঙে গেলে সবকিছু তছনছ করে দিতে পারে। অন্যদিকে কিয়ারা আদবানী একেবারে শান্ত নদীর মতো। ছবিটা নিয়ে কতটা প্রত্যাশা রয়েছে দর্শকের মনে? জেনে নিন তাঁদের মুখ থেকে।