বালাসুব্রমনিয়মের আরোগ্য কামনায় সবরীমালা মন্দিরে বিশেষ পুজো - সবরীমালা মন্দিরের বালাসুব্রমনিয়মের জন্য প্রার্থনা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8509716-1037-8509716-1598024068337.jpg)
বর্ষীয়ান সংগীতশিল্পী এস.পি.বালাসুব্রমনিয়ম কোরোনায় আক্রান্ত হয়ে ভরতি চেন্নাইয়ের MGM হাসপাতালে । তাঁর আরোগ্য কামনায় কেরলের সবরীমালা মন্দিরে বিশেষ 'ঊষা পুজো'-র আয়োজন করা হল । 'নাদস্বরম' নামে এক বাদ্যযন্ত্র ব্যবহার করে সুরে সুরে ঈশ্বরের আরাধনা করলেন মন্দিরের পূজারীরা । দেখে নিন ভিডিয়ো..