রামপ্রসাদের সঙ্গে কি দেখা হবে সর্বাণীর ? - মহাতীর্থ কালীঘাট
🎬 Watch Now: Feature Video
দেখতে দেখতে শেষ হল ধারাবাহিক "মহাতীর্থ কালীঘাটে"র । ধারাবাহিকের গল্প ছিল কালীঘাটের মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে । তবে ধীরে ধীরে গল্প এগিয়ে চলে রামপ্রসাদ ও তার স্ত্রী সর্বাণীর সাংসারিক ঘটনাকে কেন্দ্র করে । কিন্তু স্ত্রী, সন্তানদের নিয়ে কি আদৌ সুখে ঘর করতে পারবে রামপ্রসাদ ? না কি মায়ের চিন্তায় সংসার ত্যাগ করবে সে ? রামপ্রসাদের সঙ্গে কি দেখা হবে সর্বাণীর ? কোথায় গিয়ে শেষ হবে ধারাবাহিকের গল্প ? তা জানার জন্য শেষবার ধারাবাহিক "মহাতীর্থ কালীঘাটে"র সেটে পৌঁছে গিয়েছিল ETV ভারত সিতারা ।