বর্তমান সামাজিক চিত্র ঋতব্রতর 'দা সুইটিজ়' নাটকে - ঋতব্রত মুখার্জি
🎬 Watch Now: Feature Video
আমরা সবাই আমাদের নিজেদের কথা বলে যাই। সরকার সরকারের কথা বলে, বিরোধী বিরোধীদের কথা বলে, সাধারণ মানুষ সাধারণ মানুষের কথা বলে। এভাবে চলতে থাকে একটা সিস্টেম। হঠাৎ এদের মধ্যে যদি 'বিপ্লব' ঢুকে পড়ে? কী হবে সেই নির্লিপ্ত সমাজের? এরকমই একটা বিষয় নিয়ে ঋতব্রত ও তাঁর বন্ধুবান্ধবদের নতুন নাটক 'দা সুইটিজ়'। শুনে নিন অভিনেতার বক্তব্য।