আমরা শিল্পী, কোনও ইউনিয়ন নই : ঋতাভরী - artist
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3801528-783-3801528-1562768016326.jpg)
গত বছর থেকেই বকেয়া টাকা পাওয়া নিয়ে সমস্যায় পড়েছে টলিউড । ইন্ডাস্ট্রির বহু টেকনিশিয়ানই পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছেন । রেজিস্ট্রেশন নিয়ে দুই সংগঠনের মধ্যে শুরু হয়েছে বিতর্ক । টালমাটাল রাজনীতিতে দ্বিধাবিভক্ত শিল্পীরাও। একটি বিশেষ ব্রান্ডের বিপনী উদ্বোধনে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে শিল্পীদের ইউনিয়ন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা শিল্পী, কোনও ইউনিয়ন নই ।"