রথযাত্রা উপলক্ষ্যে সেজেছে 'মহাপ্রভু শ্রীচৈতন্য'-র সেট - Roth Yatra
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3737150-882-3737150-1562164331681.jpg)
কলকাতা : রথযাত্রা আর চৈতন্য কোথাও যেন খুব অঙ্গাঙ্গীভাবে জড়িত। জগন্নাথদেবের প্রেমে পাগল চৈতন্য। ধারাবাহিকেও তো সেই প্রেম ফুটিয়ে তুলতে হবে। তাই 'মহাপ্রভু শ্রীচৈতন্য'-র সেট সেজেছে রথযাত্রা উপলক্ষ্যে। কিন্তু, নিমাই কোথায়? বিষ্ণুপ্রিয়া তাকে কোথায় লুকিয়ে রেখেছে আর কেনই বা লুকিয়ে রেখেছে? ভারতলক্ষ্মী স্টুডিয়োর জাঁকজমক পূর্ণ সেটের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে এইসমস্ত প্রশ্ন। সেটে ঢুঁ মারল ETV ভারত সিতারা।
Last Updated : Jul 3, 2019, 9:44 PM IST