দু'বছরের পথ চলা শেষ করল 'জয়ী' - ribhu
🎬 Watch Now: Feature Video
গ্রামের সাধারণ মেয়ে জয়ীর ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছিল বাংলা ধারাবাহিক 'জয়ী' । অনেক উত্থান-পতনের সাক্ষী থাকার পর 31 অগাস্ট শেষ হল 'জয়ী'-র শুটিং । শেষ দিনের শুটিংয়ের মুহূর্ত, বিভিন্ন ছোটো ছোটো মজার ঘটনা ক্যামেরাবন্দী করল ETV ভারত সিতারা । শেষবারের জন্য নিজেদের অনুভূতি ভাগ করলেন ধারাবাহিকের চরিত্ররা ।