Exclusive Interview : 'সোয়েটার' ও 'ইউনিকর্ন' ছবির প্রযোজক অনিমেষ গাঙ্গুলি - বাংলা ছবি
🎬 Watch Now: Feature Video
কলকাতা : জুলজির ছাত্র থেকে প্রযোজক। জার্নিটা সোজা ছিল না অনিমেষ গাঙ্গুলির জন্য। বাঁধাধরা পথে না চলে যখন এমন একটা রিস্ক নিলেন জীবনে, বাড়ির লোক ধরেই নিয়েছিলেন যে ছেলে বিগড়ে গেছে। তবে স্বপ্ন দেখা ছাড়েননি অনিমেষ। 'সোয়েটার' বা 'ইউনিকর্ন'-এর মতো ছবি প্রযোজিত হয়েছে তাঁর প্রযোজনা সংস্থা PSS এন্টারটেইনমেন্ট থেকে। আরও অনেক কিছু করার প্ল্যান রয়েছে তাঁদের। ETV ভারতের সঙ্গে মুখোমুখি আড্ডায় জীবনের অনেক কথাই বললেন নতুন প্রযোজক অনিমেষ।