অভিনয় দক্ষতা নিয়ে বারবার প্রশ্নের মুখে ? হিমেশ বললেন.. - Himesh Reshmiya on his acting career
🎬 Watch Now: Feature Video
হিমেশ রেশমিয়ার অভিনয় দক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে । তা সত্ত্বেও ক্যারিয়ারের দশম ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি, ছবির নাম 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির' । এই ছবির মাধ্যমেই এই ডিবেট শেষ করতে চান অভিনেতা ও গায়ক, তিনি চান আর কেউ যেন প্রশ্ন না করে তাঁর অভিনয় করা উচিত কিনা । হিমেশ বললেন...