পুজোয় কী প্ল্যান বনির? শেয়ার করলেন ETV ভারত সিতারার সঙ্গে - বাঙালি অভিনেতা
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে। সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি, প্রত্যেকে নিজের লাস্ট মিনিট কেনাকাটায় ব্যস্ত। কেউ আবার পুজোয় ঘুরতে যাওয়ার প্ল্যান বানাচ্ছেন। সারা বছর ধরে তো এই দিনগুলোর জন্যই অপেক্ষায় থাকে বাঙালি। পুজোটা কীভাবে কাটাবেন অভিনেতা বনি সেনগুপ্ত? ETV ভারত সিতারার সঙ্গে তিনি শেয়ার করলেন তাঁর প্ল্যান...