ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, বচসায় জড়ালেন লাভলী - তৃণমূল প্রার্থী
🎬 Watch Now: Feature Video
সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, সুভাষগ্রাম এলাকার বেশ কয়েকটি বুথে বিজেপিতে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করা হচ্ছে ভোটারদের । এই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র ঘটনাস্থল এলে তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়ারও অভিযোগ ওঠে। বুথ থেকে 200 মিটারের বাইরে একটি দোকানে খাওয়ার দাওয়া করলে গেলে কেন্দ্রীয় বাহিনী তৃণমূল প্রার্থীকে হটিয়ে দেয় বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একপ্রস্থ বচসায় জড়িয়ে পড়েন লাভলী ৷