Road Accident In Bankura: জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত 1, আহত 2 - জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত 1 আহত 2
🎬 Watch Now: Feature Video
বাঁকুড়া-রানিগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত 1, গুরুতর আহত 2 বাইক আরোহী (Road Accident In Bankura)। স্থানীয় সূত্রের খবর, রবিবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটে দুর্লভপুর ফ্লাইওভারের উপর। জানা যায়, 3 বাইক আরোহী দুটি পৃথক বাইকে করে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। যাত্রাপথে দুর্লভপুর ফ্লাইওভারের উপর একটি লরি তাঁদের পিছন থেকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গঙ্গাজলঘাঁটি ব্লকের লছমনপুর গ্রামের সমীরণ কুন্ডু নামে এক ব্যক্তির। গুরুতর আহত হন অপর দুই ব্যক্তি ৷ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। আহতদের পুলিশ অমরকানন গ্রামীণ হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে।
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST