Narendranath Chakraborty on EC Order : নির্দেশিকা আসেনি, তবে কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলব : নরেন্দ্রনাথ চক্রবর্তী - আসানসোল উপনির্বাচন 2022
🎬 Watch Now: Feature Video
"এখনও কোনও নির্দেশিকা আসেনি ৷ দেশের নাগরিক হিসেবে, আসানসোল উপনির্বাচনে সুষ্ঠুভাবে ভোট করানোর জন্য কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব ৷ দল বিষয়টা দেখছে ৷ তাই অগ্নিমিত্রা পলরা যতই ভাবুক, মানুষ ওদের মুখোশ টেনে খুলে দিয়েছে ৷ ভোট হবে, মানুষ ভোট দেবে আর শত্রুঘ্ন সিনহা দিল্লি যাবেন ৷" নির্বাচন কমিশনের সাতদিনের ভোট প্রচারে নিষেধাজ্ঞা ইস্যুতে বললেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী (Narendranath Chakraborty on EC Order) ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST