Python Swallows Goat : ছাগলকে গিলে খাচ্ছে অজগর, ভাইরাল ভিডিয়ো - Python attack Goat at valmiki nagar in bihar
🎬 Watch Now: Feature Video
ইন্দো নেপাল সীমান্তের কাছে বিহারের পশ্চিম চম্পারণ জেলায় অবস্থিত বাল্মীকিনগর টাইগার রিজার্ভ ৷ সেখানে একটি অজগর সাপ ছাগলকে গিলে ফেলছে (Python attacks Goat)। এমনই এক ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে অজগরটি ছাগলটিকে অর্ধেক গিলে ফেলছে, ঠিক তখনই গ্রামবাসীরা সেখানে পৌঁছে যায় । সে সময় অজগরটিকে তারা ইট-পাথর ছুড়ে মারতে থাকে । তখন সাপটি ছাগলটিকে ফেলে রেখে পালিয়ে যায় । গ্রামবাসীদের থেকে জানা গিয়েছে, অজগরটি প্রায় 14 ফুট মতো লম্বা । ওই ছাগলটির মালিক বিনোদ থাপার ৷ সে এখানে ছাগল চরাতে গিয়েছিল ৷ ঠিক তখনই ঝোপের মধ্যে আগে থেকে দেখে ওত পেতে বসেছিল সাপটি ৷ যেই সামনে এসেছে অমনি লাফিয়ে ধরেছে গলাটা ৷ বিনোদ তখন চেঁচামেচি করে লোকজন জড়ো করে ফেলেছে ৷ কিন্তু তাতে কি ? শেষরক্ষা তো আর হল না ৷ ছাগলটি ছটপট করতে করতে প্রাণ দিল ৷ বনের মাঝখানে অবস্থিত এই বাল্মীকিনগরে প্রায়ই বন্য প্রাণীদের আনাগোনা দেখা যায় । সামনে থেকে এই বন্য প্রাণীদের দেখে পর্যটদের মন উচ্ছ্বাসে ভরে যায় । কখনও দেখা যায় ভাল্লুক তো কখনও চিতাবাঘ ৷ তবে দিনে দিনে এদের উপদ্রব কিছুটা বাড়ছে ৷ তারা গৃহপালিত গবাদি পশু থেকে শুরু করে মানুষের ওপর আক্রমণ করছে ৷ যার জেরে গ্রামবাসীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছে ।
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST