Suicide Live: মোবাইলে ভিডিয়ো রেকর্ডার অন করে আত্মহত্যা যুবকের - Suicide Live Video

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 27, 2023, 8:46 PM IST

প্রণয়ঘটিত সম্পর্কে বিচ্ছেদ ৷ তার জেরেই নিজের মোবাইলে ভিডিয়ো রেকর্ডার অন করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক (Suicide Live Video)। আত্মহত্যার আগে তার কারণ জানিয়ে মোবাইলে একটি ভিডিয়ো বার্তাও দিয়ে গিয়েছেন তিনি ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার রত্নেশ্বরবাটির পালপাড়ায় । ওই যুবকের আত্মহত্যা করার আগে মোবাইলে রেকর্ড করা ভিডিয়ো বার্তা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । জানা গিয়েছে, মৃত যুবকের নাম অমর পাল (23) ৷ বাড়ি ঘাটালের রত্নেশ্বরবাটির পালপাড়ায় । যুবক রূপোর কাজ করতেন ৷ বাড়িতেই তাঁর কারখানা রয়েছে । শনিবার রাতে বাড়িতে কারখানার ভিতরে এমন ঘটনা ঘটান তিনি । খবর পেয়ে রবিবার সকালে ঘাটাল থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক অমর পালের সঙ্গে এক যুবতির দু'বছর ধরে প্রণয়ঘটিত সম্পর্ক ছিল ৷ সম্প্রতি সেই সম্পর্কে দাঁড়ি পড়তেই নাকি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অমর । অন্যান্য দিনের মতো শনিবার রাতে খাওয়াদাওয়া সেরে কারখানাতে শুয়ে যান ৷ পরের দিন সকালে কারখানার গেট না-খোলায় সন্দেহ হয় ৷ এরপর গেট খুলে দেখা যায় একদিকে মোবাইল ক্যামেরায় ভিডিয়ো রেকর্ডার অন করা রয়েছে আর একদিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই যুবক । এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃত যুবকের পরিবারে । ঘটনা খতিয়ে দেখছে পুলিশ । তবে এই ঘটনায় মুখ খুলতে চায়নি মৃত যুবকের পরিবার ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.