Congress Protest: রাহুল গান্ধির সাংসদ পদ খারিজে মোদির কুশপুতুল পোড়াল যুব কংগ্রেস - রাহুল গান্ধির জন্য প্রতিবাদে সামিল কংগ্রেস
🎬 Watch Now: Feature Video
অনৈতিক, অন্যায় ও প্রতিহিংসামূলকভাবে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করায় শুক্রবার মোদির কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখাল উত্তর দিনাজপুর যুব কংগ্রেস (Youth Congress Burnt Narendra Modi Effigy)। রায়গঞ্জের গান্ধিমূর্তির পাদদেশে রাস্তায় অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় । উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত জানান, কেন্দ্রে বিজেপি সরকার এই অনৈতিক সিদ্ধান্ত যতক্ষণ না বাতিল করছে ততদিন তাঁরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবেন । গত লোকসভা নির্বাচনী প্রচারে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির এক মন্তব্যের প্রতিবাদে তাঁর নামে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় । আদালত এই মামলায় তাঁকে দুই বছর কারাদণ্ডের নির্দেশ দেয় । তারপরই রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করার নির্দেশ জারি করেন লোকসভার স্পিকার ৷ এই সিদ্ধান্তের পরই দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ ৷ প্রতিটা বিরোধী দল বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান ৷ রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ জানান বিরোধীরা ৷ শুক্রবার উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রসের ডাকে রায়গঞ্জের গান্ধিমূর্তির পাদদেশে রাস্তা অবরোধ করে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয় । এই আন্দোলনে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত ।