Emiliano Martinez: শ্রীভূমিতে সোনার গ্লাভস উপহার পেলেন মার্তিনেজ, শ্রদ্ধাজ্ঞাপন করলেন মারাদোনার মূর্তিতে - World Cup

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 5, 2023, 4:58 PM IST

কলকাতা সফরের শেষদিন শ্রীভূমি স্পোর্টিংয়ে গেলেন এমিলিয়ানো মার্তিনেজ ৷ ভিআইপি রোডে প্রয়াত কিংবদন্তী ফুটবলার মারাদোনার মূর্তিতে মাল্যদান করলেন বিশ্বজয়ী আর্জেন্তাইন গোলকিপার ৷ যে মূর্তি মারাদোনা নিজে উন্মোচন করেছিলেন তাঁর শেষ কলকাতা সফরে ৷ মূলত, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সর্বময় কর্তা তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্যোগেই এদিন শ্রীভূমিতে আসেন মার্তিনেজ ৷ সেখানে আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষককে সোনার গ্লাভস উপহার দেওয়া হয় ৷ সেই সঙ্গে একটি ছবি ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় এমিলিয়ানোকে ৷ 

এমিলিয়ানোর শ্রীভূমিতে আসার উপলক্ষ্যে আর্জেন্তিনার নীল-সাদা রঙে মুড়ে ফেলা হয় ক্লাব চত্বর ৷ একটি জাগলিং ও নাচের বিশেষ পারফরম্যান্সও ছিল ৷ সব শেষে শ্রীভূমির মাঠে পেনাল্টি শুটে অংশ নেন এমিলিয়ানো ৷ তেকাঠির নিচে গোল সেভ করতে দাঁড়ান আর্জেন্তাইন গোলকিপার এবং ফুটবলে শট নেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷ তবে, এমিলিয়ানোকে পরাস্ত করতে ব্যর্থ হয়েছেন তিনি ৷ এদিন হুড খোলা জিপে ভিআইপি রোড থেকে ক্লাব পর্যন্ত যান আর্জেন্তাইন তারকা ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.