Burj Khalifa: বিশ্বকর্মা পুজোর মণ্ডপে বুর্জ খালিফা, দেখতে ভিড় উপচে পড়ল সাগরে - সাগরে বুর্জ খালিফা
🎬 Watch Now: Feature Video
পুজো মানেই থিম আর মণ্ডপসজ্জার চাকচিক্য ৷ সেইসঙ্গে মূর্তিতেও অভিনবত্ব আনতে পিছিয়ে নেই উদ্যোক্তারা ৷ তা সে দুর্গাপুজো হোক বা বিশ্বকর্মা পুজো ৷ এবার মণ্ডপসজ্জায় থিম যুদ্ধে সামিল বিশ্বকর্মা পুজোর উদ্যোক্তারাও (Burj khalifa) ৷ দক্ষিণ 24 পরগনার সাগর এলাকার কচুবেড়িয়া এলসিডি ঘাটের এক বিশ্বকর্মা পুজোর মণ্ডপ তৈরি হয়েছে বুর্জ খালিফার আদলে (vishwakarma puja 2022) ৷ তা দেখতেই ভিড় উপচে পড়ল এই এলাকায় ৷ বিশ্বকর্মা ও মনসা পুজো উপলক্ষে দর্শনার্থীদের এই উপহার দেওয়া হল এলসিডি ঘাটের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST