Kali puja 2023: মন্দির প্রাঙ্গনে ভিড় চোখে পড়ার মতো, ইটিভি ভারতে দেখুন দক্ষিণেশ্বরের ভিডিয়ো - ইটিভি ভারতে দেখুন দক্ষিণেশ্বরের ভিডিয়ো
🎬 Watch Now: Feature Video
Published : Nov 12, 2023, 11:08 PM IST
কালীপুজো উপলক্ষে দক্ষিণেশ্বর সেজে উঠেছে ৷ কালীপুজোয় মানেই আলোর উৎসব, আর এই আলোর উৎসবকে কেন্দ্র করে মাতোয়ারা সাধারণ মানুষ। 8 থেকে 80 বছরের প্রত্যেকেই চলে এসেছেন দক্ষিণেশ্বরে নিজ নিজ মনস্কামনা পূরণের জন্য ৷ ভক্তদের ভিড়ে ঠাসা মন্দির চত্বর ৷ পুণ্য়ার্থীরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন ৷ তাঁদের এতে কোনও অসুবিধে হচ্ছে কি না, জিজ্ঞাসা করায় ইটিভি ভারতের প্রতিনিধিকে তিনি জানালেন পুজো দিতে এসে কষ্ট কীসের ৷
আজ, রবিবার সকালে থেকেই চূড়ান্ত ব্যস্ততা ছিল দক্ষিণেশ্বরে। গঙ্গার ঘাট থেকে শুরু করে নাট মন্দির ও চাতাল জুড়ে শ'য়ে শ'য়ে ভক্তরা ভিড় জমান ৷ ভোর 6টার আগেই খুলেছে দক্ষিণেশ্বরের মন্দিরের দরজা। শুধুমাত্র কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা থেকে নয়, ভক্ত সমাগম হয়েছে ভিন রাজ্য থেকেও। পুজো দিতে সকাল থেকেই লেগেছে দীর্ঘ লাইন। আজ দুপুর দু'টো নাগাদ ভোগের আয়োজন করা হয়। তখন পুজো দেওয়া কিছু সময়ের জন্য বন্ধ ছিল ৷ বিকালে ফের খোলে দরজা ৷ পড়ে লম্বা লাইন ৷
দক্ষিণেশ্বরে যাতে এই ভিড়ের সময় ঘটনা না-ঘটে তার জন্য তৈরি কমিশনারেট। শুধুমাত্র যে পুলিশ কর্মীরা রয়েছেন নিরাপত্তার জন্য তেমনটা নয়, বরং দক্ষিণেশ্বরে এমপি এবং এক্সিট পয়েন্টগুলিতে রয়েছেন বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীরা।