Union Minister gives Puja at Ram Navami : রামনবমী উপলক্ষ্যে মন্দিরে পুজো কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের - রামনবমী উপলক্ষে মন্দিরে পুজো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের
🎬 Watch Now: Feature Video
রামনবমী উপলক্ষ্যে বাঁকুড়ার সতীঘাটের কাছে এক রামমন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার (Union Minister Subhash Sarkar gives Puja at temple on the occasion of Ram Navami) । রামের পুজো দেওয়ার পর তিনি বলেন, "গত পরশু আমি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ছিলাম ৷ সেখানে আমাদের সরকার সুষ্ঠুভাবে একটি যেন রামরাজ্য তৈরি করেছে ৷ প্রত্যেক মানুষের কথা ভেবে আমাদের রাজ্যে সেই ধরনের ব্যবস্থা হোক এটাই কাম্য ।"