Durga Puja 2023: গ্রামের মাটির গন্ধ নিতে ঘুরে আসুন উল্টোডাঙা বিধান সংঘে - Durga Puja 2023

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 9:34 PM IST

এই বছর 55তম বছরে উল্টোডাঙা বিধান সংঘের পুজো ৷ এই পুজো কমিটির এবারের থিম 'দু-মুঠো' চাল ৷ শিল্পী মলয় রায় এবং শুভময় সিনহা নিপুণ হাতে তৈরি করেছেন মণ্ডপটি ৷ উল্টোডাঙার এই মণ্ডপে মিলবে গ্রামের স্বাদ ৷ দর্শকরা প্রতিমা দর্শনে গিয়ে এক লহমায় ভুল করে ফলতে পারেন তাঁরা গ্রামে এসেছেন বলে ৷  

বিধান সংঘের এই মণ্ডপে পুজো উদ্যোক্তারা ফুটিয়ে তুলেছেন একটি গ্রাম ৷ যেখানে দেখা যাবে ধানজমি থেকে শুরু করে চাষাবাদের জিনিসপত্র ৷ ধানের গোলা, ক্ষেত সব কিছুই ৷ এখানেই শেষ নয় ৷ ধানখেতের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন চাষিরা । যারা মণ্ডপে ধানের বীজ রোপন করেছেন । এসবই সত্যি! কোনও কিছুই কৃত্রিমভাবে ফুটিয়ে তোলা হয়নি ৷ এই মণ্ডপে দর্শনার্থীরা যে ধানজমি দেখতে পাবেন তাও তৈরি করা হয়েছে প্রাকৃতিক উপায়ে ৷ এখানে এলে দর্শনার্থীরা সত্যিকারের কোনও গ্রামে এসেছেন বলেও ভুল করতে পারেন ৷  এই মণ্ডপের দেবী দুর্গাও একটু আলাদা ৷ এখানে দেবীকে ধরিত্রী রূপে তুলে ধরা হয়েছে ৷ তিনি তাঁর সন্তানদের মুখে খাবার তুলে দিচ্ছেন ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.