Udayan Targets Jyoti Basu: চাকরি দুর্নীতিতে এবার জ্যোতি বসুকে কাঠগড়ায় তুললেন উদয়ন গুহ - Udayan Guha slams Jyoti Basu
🎬 Watch Now: Feature Video
বাবা কমল গুহর পর এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে চাকরি দুর্নীতিতে কাঠগড়ায় দাঁড় করালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । শনিবার সন্ধেয় দিনহাটার -2 ব্লকের নয়েরহাট বাজারে তৃণমূল কংগ্রেসের একটি সভায় যোগ দেন তিনি ৷ সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বক্তব্য রাখার সময় বাম আমলে চাকরি দুর্নীতি নিয়ে সরব হন ৷ তখনই তিনি দাবি করেন, আগে অনেক মেধাবী ছাত্র ছিল যারা উচ্চমাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পেয়েও জয়েন্টে পাশ না-করায় ডাক্তারিতে ভরতি হতে পারেনি । সে সময় মুখ্যমন্ত্রীর 10টি ডাক্তারি ও 10টি ইঞ্জিনিয়ারিংয়ে কোটা ছিল । সেকেন্ড ডিভিশনে পাশ করেও দিনহাটার সিপিএম নেতা মানিক ভট্টাচার্যর ছেলে ডাক্তারিতে চান্স পেয়েছে । ঠিক এমন অভিযোগ তুলেই জ্যোতি বসুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন রাজ্যের মন্ত্রী ৷ তিনি আরও দাবি করেন, তাঁর সহপাঠী যারা থার্ড ডিভিশনে পাশ করেছে, তারাও চাকরি করছে । তবে কমল গুহ টাকা নিয়ে চাকরি দেননি । কিন্তু কমল গুহ যদি যোগ্য ব্যক্তিদের চাকরি না-দিয়ে অযোগ্যদের চাকরি দিয়ে থাকেন, তাহলে তিনিও দুর্নীতি করেছে বলে জানান উদয়ন । তিনি জানান, এই কথা বলতে তাঁর কোনও লজ্জা নেই ৷ কেন ঢাকতে যাবেন তিনি । অনেক এমন লোক রয়েছে যারা থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশনে পাশ করেছে তাদের চাকরি দিয়েছেন । পার্টির স্বার্থে তাঁর বাবা এসব করেছেন বলে আবারও বেফাঁস উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ।