Durga Puja Carnival: জেলার প্রথম কার্নিভাল জঙ্গলমহলে, আদিবাসী নৃত্যে সামিল জুন মালিয়াও - জঙ্গলমহলে প্রথম কার্নিভাল
🎬 Watch Now: Feature Video
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী হওয়ার পর কলকাতার রেড রোডে শুরু হয়েছে দুর্গাপুজোর কার্নিভাল (Durga Puja Carnival) ৷ বাছাই করা দুর্গাপ্রতিমার শোভাযাত্রা দেখতে হাজির হন বহু মানুষ ৷ এখন প্রতিটি জেলাতেও দুর্গাপুজোর কার্নিভাল হয় ৷ এবারই জঙ্গলমহলে প্রথম কার্নিভাল হল (Durga Puja Carnival in Jangalmahal) ৷ শুক্রবার মেদিনীপুরের ওই কার্নিভালে জায়গা পেল 20টি প্রতিমা ৷ কার্নিভাল দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ ৷ হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিধায়ক জুন মালিয়াও ৷ আদিবাসী নৃত্যে কোমর দোলাতে দেখা যায় এই অভিনেত্রীকে ৷ এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক শিউলি সাহা, মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, জেলাশাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার দীনেশ কুমার-সহ অনেকে৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST