Panchayat Elections 2023: তৃণমূল-আইএসএফ সংঘর্ষে আজও অশান্ত ভাঙড়, আক্রান্ত পুলিশ; জখম অনেকে - Bengal Panchayat Polls

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 8, 2023, 6:41 PM IST

Updated : Jul 8, 2023, 7:33 PM IST

পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার ভাঙড় ৷  শনিবার দুপুরের পর ভাঙড়ের বিভিন্ন জায়গায় বোমা বর্ষণের খবর সামনে আসতে থাকে ৷ তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ কর্মী সমর্থকেরা দফায় দফায় ভিড় জমাতে থাকেন রাস্তায় ৷ বাঁশ এবং লাঠিসোঁটা নিয়ে একে ওপরের দিকে তেড়ে যান দুই দলেরই কর্মী সমর্থকেরা ৷ এই ঘটনায় উভয়পক্ষের একাধিকজন জখম হন ৷ ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি ৷ তবে উত্তেজনা থামাতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ৷ অভিযোগ, উভয় দলের রাজনৈতিক কর্মী সমর্থকেরা পুলিশের দিকে বাঁশ ও লাঠি নিয়ে তেড়ে যান ৷ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হন ৷ এরপরে ঘটনাস্থলে আসে ব়্যাপিড অ্যাকশন ফোর্সের জওয়ানরা ৷ শুরু হয় এলোপাথাড়ি লাঠিচার্জ ৷ লাঠির ঘায়ে আহত হন উভয় দলের কর্মী সমর্থকেরা ৷ তারপরেই আইএসএফ ও তৃণমূল কংগ্রসের কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করেন ৷ তাঁরা গাছের গুড়ি ফেলে রাস্তা বন্ধ করে পুলিশের গাড়ি আটকে দেন ৷ 

Last Updated : Jul 8, 2023, 7:33 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.