Tribal Agitation: তির, ধনুক ও ত্রিশূল হাতে জেলা শাসকের দফতর ঘেরাও আদিবাসীদের - tribal agitation on district magistrate office in north 24 pargana
🎬 Watch Now: Feature Video
সার্বিক উন্নয়ন থেকে বঞ্চিত আদিবাসী ও তপশিলী জাতি সম্প্রদায়। দাবি আদায়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। তাই নিজেদের অধিকার বুঝতে তির, ধনুক এবং ত্রিশূল হাতে নিয়ে পথে নামলেন আদিবাসী ও তপশিলী সম্প্রদায়ের মানুষজন। বহস্পতিবার একগুচ্ছ দাবি নিয়ে জেলাশাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা (Tribal Agitation on District Magistrate Office) ৷ এদিন জেলার অনগ্রসর উন্নয়ন প্রকল্প আধিকারিকের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন তাঁরা ।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST