Elephant: ঝাড়গ্রামে ঘুমপাড়ানি গুলি করে ধরা হল বেপরোয়া বুনো হাতিকে

🎬 Watch Now: Feature Video

thumbnail
অবশেষে ঘুমপাড়ানি গুলি করে বেপরোয়া বুনো হাতিকে ধরল বন দফতর (Forest Department) । গভীর জঙ্গলের ভিতর থেকে ক্রেনে করে বুনো হাতিকে (Elephant) বাইরে নিয়ে এসে লরিতে তোলা হয় । সেখান থেকে নিয়ে যাওয়া হয় জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে (Jangle Mahal Zoological Park) । জানা গিয়েছে, হাতিটিকে উত্তরবঙ্গে (North Bengal) পাঠানো হবে । বৃহস্পতিবার সকাল থেকে ঝাড়গ্রাম রেঞ্জের বাঁদরভুলা বিটের জুয়ালভাঙার জঙ্গলে উত্তরবঙ্গ থেকে আনা শম্ভু ও মীনাক্ষী নামের দু’টি কুনকি হাতিকে সঙ্গে নিয়ে বেপরোয়া হাতি ধরার অপারেশন শুরু করে ঝাড়গ্রাম বন বিভাগ । জুয়ালভাঙার জঙ্গলে চারটি হাতি ছিল তাদের মধ্যে একটি হাতিকে ধরার উদ্দেশ্য ছিল বন দফতরের । সেই মতো বহু প্রচেষ্টার পর প্রায় 12 ঘণ্টার মাথায় ঘুমপাড়ানি গুলি করে বেপরোয়া বুনো হাতিটিকে ধরে ফেলে বন দফতর ।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.