Toy Train Accident in Darjeeling: দুর্ঘটনার কবলে টয়ট্রেন, ডিআরসি-তে উলটে রাস্তায় পড়ল ইঞ্জিন
🎬 Watch Now: Feature Video
ফের দুর্ঘটনার কবলে টয়ট্রেন ৷ এবার রাস্তার উপরে উলটে গেল টয়ট্রেনের ইঞ্জিন (Toy Train Engine Overturned on Road)। ঘটনাটি ঘটেছে দার্জিলিঙের ডিআরসি-র সামনে ৷ পাশাপাশি, দার্জিলিং হিমালয়ান রেল বা ডিএইচআর কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দার্জিলিং টাউন স্টেশন ও ঘুমের মধ্যে চলাচলকারী ওই টয়ট্রেনের ইঞ্জিন দুর্ঘটনার কবলে পড়ে ৷ এদিন টাউন স্টেশন থেকে টয়ট্রেনে পর্যটকদের নিয়ে ঘুম স্টেশনে পৌঁছে দিয়ে আসে ওই অতিরিক্ত ইঞ্জিনটি ৷ এরপর ঘুম স্টেশন থেকে দার্জিলিং টাউনে ফেরত যাওয়ার সময় ডিআরসি'র সামনে রাস্তার উপরে উলটে যায় ইঞ্জিনটি ৷ কোনওক্রমে প্রাণে বাঁচেন ইঞ্জিনের চালক ও সহকারী-চালক ৷ এদিকে দার্জিলিঙের মূল রাস্তার উপর টয়ট্রেনের ইঞ্জিন উলটে যাওয়ায় ব্যাপক যানজট তৈরি হয় ৷ প্রায় তিন ঘণ্টা পেরিয়ে গেলেও ইঞ্জিনটিকে তোলা যায়নি ৷ তিনধারিয়া ওয়ার্কশপ থেকে রিকভারি ইঞ্জিন পৌঁছে উলটে ইঞ্জিনটিকে তোলার কাজ শুরু করেছে ৷ তবে রাস্তা থেকে ইঞ্জিন তুলে যানজট কাটাতে আরও অন্তত 2 ঘণ্টা সময় লাগবে বলে জানা গিয়েছে ৷