TMC 21 July Rally: একুশে সভার মাঝে তৃণমূলের কর্মী-সমর্থকদের ভিড় চিড়িয়াখানা-ইকো পার্কে - একুশে সভার মাঝে তৃণমূলের কর্মী সমর্থকের ভিড় চিড়িয়াখানা ইকো পার্কে
🎬 Watch Now: Feature Video
একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাই-এর মঞ্চে ভাষণ দিচ্ছেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকেরা(TMC workers)চিড়িয়াখানায় ঘুরে বেড়াচ্ছেন ৷ এই চিত্রই ধরা পড়ল বৃহস্পতিবার শহর জুড়ে ৷ ধর্মতলার সমাবেশে বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূলের কর্মী-সমর্থকেরা এদিন ভিড় জমান শহরের দর্শনীয় স্থানগুলিতে ৷ কলকাতায় আসার সুযোগে তাঁরা ঢু মারলেন আলিপুর চিড়িয়াখানা(Alipore Zoo) থেকে ইকো পার্কে(Eco park) ৷ আলিপুর চিড়িয়াখানায় যেখানে ছুটির দিনে বা কোন উৎসবের দিনে ভিড় হয় 6 থেকে 7 হাজার মানুষের । আজ সকাল দশটার মধ্যেই 10 হাজারের বেশি মানুষ চিড়িয়াখানায় আসে । লম্বা লাইনের জেরে সকাল 9টার বদলে সাড়ে সাতটার সময় খুলে দেওয়া হয় চিড়িয়াখানা ৷ একই দৃশ্য ধরা পড়ে ইকো পার্কে ৷
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST