MP Kalyan Banerjee Slams BJP: লোকসভা ভোটে 'দানব' নিধনের বার্তা সাংসদ কল্যাণের - শ্রীরামপুরের তৃণমূল সাংসদ
🎬 Watch Now: Feature Video
Published : Oct 23, 2023, 10:27 PM IST
লোকসভা ভোটের আগে দুর্গা পুজোর নবমীতেও কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বলেন, "মা দুর্গার কাছে প্রার্থনা করি 2024 সালে দিল্লিতে দুই দানবের নিধন হোক। মা ভারতবাসীকে আশীর্বাদ করুক যেন দানবকে 'বধ' করতে পারে ।" নবমীর সন্ধায় ধুনুচি নাচে মাতলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঢাকের তালে বেশ কিছুক্ষণ ধুনুচি নেচে গলদঘর্ম হয়ে পরেন সাংসদ। একটু জিরিয়ে নিয়ে দেবী দুর্গার সামনে শুয়ে পরে প্রণাম করতেও দেখা যায় তাঁকে। কল্যাণ ববন্দ্যোপাধ্যায় বলেন, "মা যেন মমতাদিকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। তিনি শক্তির মূল কেন্দ্র। বাংলার উৎসব সবার এখানে কোন ভেদাভেদ নেই। যারা ভেদাভেদ করতে চায় তাদের ঠাঁই হবে না। 2023-এ দেবী একটা অসুরকে নিধন করেছেন। 2014 সালে দুটো দানবকে নিধন করবেন। জগৎ জননী যার হাত দিয়ে করবেন তার হাতেই হবে। বাংলা ধর্মনিরপেক্ষ রাজ্য এখানে যারা রামের নামে সেই সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করছে সেই অশুভ শক্তিগুলোকে যেন চিহ্নিত করতে পারা যায়।"
সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবাই যাতে শান্তিতে থাকেন সেই আবেদন জানান।