TMC Leader Slams Police : মদ-জুয়ার ঠেক থেকে পয়সা নেয় পুলিশ! বিস্ফোরক দাবি শাসক নেতার - পুলিশের বিরুদ্ধে বিধায়কের সামনে বিস্ফোরক অভিযোগ
🎬 Watch Now: Feature Video
নরেন্দ্রপুর থানা এলাকার দাসপাড়া মোড়ে ইতিমধ্যেই বিজেপি একটি পথসভা করেছে ৷ এলাকায় বোমাবাজি ও দুষ্কৃতী কার্যকলাপের বৃদ্ধি পাচ্ছে এই দাবি করেই পথে নামে বিজেপি । আর মঙ্গলবার বিকেলে তারই পালটা সভা করল তৃণমূল (TMC Meeting) । সেই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের দক্ষিণ 24 পরগনা যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি সাংসদ শুভাশিস চক্রবর্তী, সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম ও সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার-সহ অন্যান্যরা । আর সেই সভাতেই বিধায়ক ফিরদৌসী বেগমের সামনে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন খেয়াদহ দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সঞ্জয় মণ্ডল (TMC leader attacks police in front of MLA) । তিনি জনসভা থেকে দাবি করেন, বারবার নরেন্দ্রপুর থানার আইসিকে জানিয়েও এলাকায় মদ, সাট্টা ও জুয়ার ঠেক বন্ধ হয়নি । পুলিশ আসে মদ, সাট্টা ও জুয়ার ঠেক থেকে টাকা নিয়ে চলে যায় । আর এই সুযোগে বহিরাগত দুষ্কৃতীরা এলাকায় আসছে অপরাধমূলক কাজকর্ম করে বেরিয়ে যাচ্ছে । খোদ দলীয় নেতা এমন অভিযোগ আনায় বেশ কিছুটা অসস্তিতে পড়েন স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগম (MLA Firdousi Begum) ।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST