Abhishek Banerjee: চোখের চিকিৎসা করিয়ে যুক্তরাষ্ট্র থেকে কলকাতা ফিরলেন অভিষেক
🎬 Watch Now: Feature Video
চোখের চিকিৎসা করিয়ে 25 দিন পর কলকাতায় ফিরলেন তৃণমূলের কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। গত 26 জুলাই চোখের চিকিৎসার জন্য আমেরিকা যান তিনি। রবিবার সন্ধ্যা সওয়া সাতটা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে অভিষেকের বিমান ৷ এর আগে নিউইয়র্কে তাঁর চিকিৎসার ছবি টুইটারে পোস্ট করেছিলেন অভিষেক ৷ তখনই জানা যায়, আমেরিকার জনস হপকিনস হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা হয়েছে। এখন তাঁর চোখের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷ তবে ছ'মাস পর ফের পরীক্ষার জন্য তাঁকে আমেরিকা যেতে হবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা ৷ প্রসঙ্গত, আমেরিকার জনস হপকিনস হাসপাতালেই গতবখর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের অস্ত্রোপচার হয়েছিল। 2022 সালের অক্টোবর মাসে প্রায় সাত ঘণ্টার অস্ত্রোপচার হয় তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'-এর চোখে । 2016 সালের 19 অক্টোবর সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির দুর্ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় উলটে যায় তাঁর গাড়ি। বাম চোখের নিচে গুরুতর আঘাত পেয়েছিলেন অভিষেক ৷ তাঁর চোখের নিচের হাড় ভেঙে যায়। অস্ত্রোপচারের পর পরবর্তী চেক আপের জন্যই আবারও নিউ ইয়র্কে গিয়েছিলেন অভিষেক। এদিন সন্ধ্যায় এমিরেটসের বিমানে দুবাই থেকে কলকাতা ফেরেন অভিষেক। কালো গেঞ্জি, ব্লু জিন্স, পায়ে সাদা জুতো। মেয়ে আজানিয়ার হাত ধরে কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে বের হতে দেখা যায়। বিমানবন্দর থেকে সোজা কালীঘাটের বাড়িতে চলে যান তিনি। প্রসঙ্গত, এদিন সাংবাদিকদের তরফ থেকে যাদবপুর থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল। তবে কোন প্রশ্নেরই জবাব দেননি তিনি।