Mahua Moitra in Nadia: ব্যাট হাতে মহুয়া ! অন্য মেজাজে ধরা দিলেন তৃণমূল সাংসদ - Mahua Moitra

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 5, 2023, 11:45 AM IST

হাতে ব্যাট ৷ বল উড়ে আসতেই নিজের বাচনভঙ্গির মতো সেটিও কষিয়ে হাঁকালেন মহুয়া মৈত্র ৷ একেবারে অন্য মেজাজে, বলা ভালো খোশমেজাজে পাওয়া গেল সাংসদকে ৷ নদিয়ায় শনিবার রাতে স্থানীয় একটি অনুষ্ঠানে মাঠে ব্যাট-বল খেললেন দাপুটে তৃণমূল সাংসদ ৷ নিজস্ব টুইটার হ্যান্ডেলে ভিডিয়োটি পোস্ট করেছেন তিনি ৷ ইদানীং নিজের টুইটার হ্যান্ডেলে শিল্পপতি আদানি সম্পর্কিত একের পর এক পোস্ট করে নেটপাড়া তথা রাজনীতিতে বিতর্কের আগুন জ্বালিয়ে রেখেছেন তিনি ৷ হঠাৎই যেন ঋতু বদল ৷ তিনি লিখলেন, 'শনিবার রাতে নদিয়ায় মজা এবং খেলা ৷' এতে এক নেটিজেন কমেন্ট করেছেন, "আপনি ভুল করে আদানি টাইপ করতে গিয়ে নদিয়া লিখে ফেলেছেন ৷ দয়া করে এটি ঠিক করুন ৷" এর জবাবে তুখোড় বক্তা লিখলেন, 'গুড ক্যাচ ৷ আপনি ঠিক ৷ আমি সবেমাত্র খেয়াল করলাম ৷'

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.