Purulia TMC: বাবুল-মহুয়ার সভার পরেই প্রকট বিভাজন, পুরুলিয়ায় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব - পুরুলিয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 1, 2022, 10:42 PM IST

Updated : Feb 3, 2023, 8:34 PM IST

পুরুলিয়া জেলার লধুড়কায় বৃহস্পতিবার ছিল তৃণমূল কংগ্রেসের জনসভা (Purulia TMC meeting) । এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo), তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)-সহ তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা নেতৃত্ব । তবে আজ এই সভা শেষ হতেই প্রকট হয়ে উঠল জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল (Purulia TMC Inner Clash) । এদিন সভা শেষ হতেই হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিৎ মাহাতো অভিযোগ করেন, হুড়া এলাকায় সভা অনুষ্ঠিত হচ্ছে অথচ হুড়া এলাকার কারও নাম নেওয়া হচ্ছে না ৷ এমনকি এই সভা নিয়ে হুড়া ব্লক নেতৃত্বের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি ৷ অন্যদিকে, এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া জানান, এই সভায় কাশিপুর ও হুড়া এলাকা থেকে প্রচুর মানুষ এসেছিলেন ৷ আর যেহেতু হুড়া ব্লক সভাপতি মারা গিয়েছেন তাই একটা শুন্যতা তৈরি হয়েছে ৷ ব্লক সভাপতির নাম ঘোষণা হয়ে গেলেই এই সমস্যা মিটে যাবে । আর কারও কোনও বক্তব্য থাকলে সেটি দলীয় ভাবে রাখতে হবে ৷
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.