TMC Inner Clash: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, এবার বাঁকুড়ায় - ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18273757-thumbnail-16x9-bank.jpg)
দিকে দিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। রাজ্যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের পূর্বে তৃণমূলের অন্দর কলহ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সেরকমই এক গোষ্ঠীদ্বন্দ্বে বহিঃপ্রকাশ হল বাঁকুড়ার বড়জোড়ায়। বড়জোড়ার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কালিদাস মুখোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করে বড়জোড়া তৃণমূল কংগ্রেসের একটি পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। ব্লক সভাপতির ঘোষণার পরপরই সামাজিক মাধ্যমে এসে সরব হতে দেখা যায় তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বড়জোড়ার বিধায়ক অলক মুখোপাধ্যায়কে।
তিনি জানান, ব্লক সভাপতি যে ব্লক কমিটি ঘোষণা করেছেন তাতে জেলা কমিটির কোনও অনুমোদন নেই । তাই আপাতত এই কমিটি গঠনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে এই ধরনের অন্তরকলহ ব্যাপক সাড়া ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলে সুর চড়িয়েছে বিরোধী শিবির ৷ বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক সোমনাথ কর জানান, এটা আর কিছুই নয় তৃণমূলের 'এ' টিম এবং 'বি' এর লড়াই। সব চোরেরা লিস্টে স্থান পায়নি বলে এই দ্বন্দ্ব। আসলে কাটমানি নিয়ে ওদের মধ্যে লড়াই সবসময়ই চলে।