TMC Protest on Manipur: প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালিয়ে প্রতিবাদ তৃণমূলের, শাসকদলকে পালটা কটাক্ষ বিজেপি’র - Protest by TMC in Bankura on Manipur Issue
🎬 Watch Now: Feature Video
মণিপুর-সহ ভারতের বিভিন্ন রাজ্যে যেভাবে নারীদের প্রতি অকথ্য অত্যাচার চলছে, এই নারকীয় ঘটনা নিয়ে সরব হয়েছেন দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি । এনিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে । কেন্দ্রীয় সরকারকে চাপে রাখতে এরাজ্যেও মণিপুর ইস্যুকে সামনে রেখে লাগাতার পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা । সে মতোই সোনামুখী ব্লকের পিয়ারবেড়াতে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে মণিপুর ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন তৃণমূল কর্মী-সমর্থকরা। এদিন তৃণমূল কংগ্রেসের তরফে একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় এবং মিছিল শেষে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। কুশপুত্তলিকা দাহ করার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা যায় শাসকদলের কর্মী-সমর্থকদের।
তবে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিকে পালটা কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী বলেন, "তৃণমূলের নেতাদের চোখে চালশা হয়েছে এরা পশ্চিমবঙ্গের ঘটনা চোখে দেখতে পারছে না মণিপুরের ঘটনা দেখতে পাচ্ছে। এছাড়াও তিনি বলেন, "মণিপুরের ঘটনা নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তাতে আপত্তি নেই ৷ তবে এ রাজ্যের মালদা-সহ অন্যান্য জায়গায় যে ঘটনা ঘটছে তারও প্রতিবাদ করুন তাহলে বুঝব আপনারা অন্যায়ের প্রতিবাদ করছেন।"