Panchayat Elections 2023: ভগবানগোলায় সিপিআইএম সদস্যদের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - CPIM

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 4, 2023, 6:10 PM IST

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ভগবানগোলা ৷ সেখানকার বাম প্রার্থী এবং সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ প্রার্থী এবং দলীয় কর্মীদের মারধর ও বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ভগবানগোলা থানার কুঠিরামপুর অঞ্চলের গোবরা গ্রাম ৷ ভগবানগোলা ব্লকের তৃণমূলের সভাপতি নেতৃত্বে জনা পঞ্চাশ বাইক বাহিনী হামলা চালায় বলে অভিযোগ ৷ এ দিন দুপুর থেকে সিপিআইএম প্রার্থী এবং সমর্থকদের বাড়িতে বাঁশ-লাঠি নিয়ে হামলা চালানো হয় ৷ ঘটনায় 4 জন জখম হয়েছেন বলে অভিযোগ ৷ 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভগবানগোলা থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ৷ হামলাকারীদের এলাকা ছাড়া করতে পুলিশ লাঠিচার্জও করে ৷ অন্যদিকে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সিপিআইএম নেতা-কর্মীরা ভগবানগোলা থানার সামনে ঘেরাও করে ৷ প্রায় 2 ঘণ্টা সেখানে বিক্ষোভ দেখায় সিপিআইএম ৷ তাদের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে হবে ৷ বিশেষত, ভগবানগোলার তৃণমূল ব্লক সভাপতিকে গ্রেফতারির দাবি জানিয়েছেন বিক্ষোভকারী সিপিআইএম কর্মীরা ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.