Sagardighi By-Election 2023: নকল ইভিএম দেখিয়ে ঘাসফুলে ভোট দেওয়ার প্ররোচনার অভিযোগ সাগরদিঘিতে - নকল ইভিএম
🎬 Watch Now: Feature Video
আজ সাগরদিঘিতে উপ-নির্বাচন (Sagardighi By Election 2023) ৷ বিভিন্ন বুথে সকাল থেকে চলছে ভোটগ্রহণ ৷ 7টা থেকে শুরু হয়েছে এই ভোটগ্রহণ পর্ব ৷ এরই মাঝে কিছু এলাকায় আশান্তির ছবিও ধরা পড়েছে ৷ 9টা পর্যন্ত 13.37 শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর ৷ পরে দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ে প্রায় 84 শতাংশ। ভোট কেন্দ্রের বাইরে রয়েছে সমস্ত দলের এজেন্টরা । সেখান থেকে লিস্ট দেখে চিরকুট দেওয়া হচ্ছে ভোটারদের । ভোট কেন্দ্রের বাইরে নকল ইভিএম নিয়েও ঘুরছে অনেকে । নকল ইভিএম (Fake EVM) দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার ছবি ধরা পরল গোবর্ধনডাঙ্গা অঞ্চলের ঘুগড়িডাঙ্গা 235 ও 236 নম্বর বুথে । শাসকদলের সদস্যের দেখা গেল নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করতে । জানতে চাইলে এক তৃণমূল এজেন্ট জানান, গ্রামের মানুষজন ইভিএমে কীভাবে ভোট দিতে হয় জানে না । সে কারণে তাদের চিরকুট দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে । অপর এক এজেন্ট জানান, 2 নম্বরে নাম রয়েছে তৃণমূল প্রার্থী (TMC Candidate) দেবাশিস বন্দ্যোপাধ্য়ায়ের । তিনি যাতে ভোট পান তার জন্যেই তাঁরা ভোটারদের বোঝাচ্ছেন । পাশাপাশি ভোট দিয়ে বেরিয়ে আসা ভোটার সরাসরি জানান, তিনি তৃণমূলকে ভোট দিয়েছেন, কারণ বাইরে তাই বোঝানো হয়েছে ৷ তাঁকে বলা হয়েছে জোড়া ফুলে ভোট দিতে ৷ সেই অনুযায়ী তিনি ভোট দিয়েছেন ৷ নকল ইভিএম দেখিয়ে অন্য পন্থায় প্ররোচিত করার চেষ্টা করছে ভোটারদের বলে অভিযোগ উঠেছে ৷ ঘটনায় চাঞ্চল্য রাজনৈতিক মহলে ।