Amit Shah Meeting : শিলিগুড়িতে শাহের সভা, কোচবিহার থেকে রওনা হাজার দশেক বিজেপি কর্মীর - অমিত শাহের সভা
🎬 Watch Now: Feature Video
শিলিগুড়িতে অমিত শাহের সভায় যোগ দিতে কোচবিহার থেকে রওনা দিলেন বিজেপির কয়েক হাজার নেতা কর্মীরা । সংখ্যাটা নাকি দশ হাজারেরও বেশি ৷ কোচবিহার জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি মাথাভাঙ্গা ও শীতলকুচি বিধানসভার বিভিন্ন এলাকা থেকে বিধায়ক ও কর্মী সমর্থকরা শিলিগুড়িতে শাহের সভায় যোগদান করতে ঘোকসাডাঙ্গা রেল স্টেশন থেকে ট্রেনে চাপেন (Amit Shah Meeting )। ওই দলে ছিলেন জেলা বিজেপি সভাপতি সুকুমার রায়, শীতলকুচি বিধায়ক বরেন চন্দ্র বর্মন, মাথাভাঙা বিধানসভার বিধায়ক সুশীল বর্মন প্রমুখ ৷ সভা শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকের দিনটা শিলিগুড়িতেই থাকবেন । আগামিকাল ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কোচবিহারের তিনবিঘায় আসার কথা রয়েছে তাঁর ।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST