Durga Puja in Bangladesh: ওয়ার্ল্ড হেরিটেজ দুর্গোৎসবে গর্বিত বাংলাদেশিরাও, ওপার বাংলার দুর্গাপুজো ইটিভি ভারতে

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 8:10 AM IST

Updated : Oct 22, 2023, 10:10 AM IST

দুর্গোৎসবকে 'ওয়ার্ল্ড হেরিটেজ'-এর তকমা দিয়েছে ইউনেস্কো । তাতে এ পার বাংলার পাশাপাশি রীতিমতো খুশি ওপার বাংলার মানুষজনও। ইটিভি ভারতকে তাঁদের আবেগের কথা ব্যক্ত করলেন বাংলাদেশের নাগরিকরা ৷ তুলে ধরলেন ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের কথাও ৷ বাংলাদেশের মেহেরপুরের বাসিন্দা অমৃতা সরকার জানালেন, দুর্গাপুজোর ওয়ার্ল্ড হেরিটেজ পাওয়াটা খুবই গর্বের ৷ তাঁর কথায়, "ওয়ার্ল্ড হেরিটেজ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ৷ দুর্গাপুজো এ দেশের মতোই বাংলাদেশেও সবচেয়ে বড় উৎসবগুলির মধ্যে অন্যতম ৷ তাই এই পুজো যে ওয়ার্ল্ড হেরিটেজ হয়েছে সেটা আমাদের জন্যও অত্যন্ত আনন্দের ৷ বাংলাদেশে অনেক দুর্গাপুজো হয় ৷ আর তা হয় যথেষ্ট জাঁকজমকপূর্ণ ভাবে ৷" অপর বাংলাদেশি অতসী বললেন, "দুর্গোৎসব ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ায় এই পারের মানুষ যতটা খুশি, ঠিক ততটাই খুশি ওপারের মানুষ ৷ আমার পরিবার ও আমাদের দেশের নাগরিকরা এই স্বীকৃতিতে খুবই আনন্দিত ৷ বাঙালির ঐতিহ্য এ ভাবে পুরস্কৃত হওয়ায় আমরা গর্বিত ৷ দুই দেশের জাতীয় সঙ্গীতই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ৷ বাঙালিদের জন্য এটা গর্বের বিষয় ৷" এ বার বাংলাদেশেও বাড়তি ধূমধাম করে আয়োজিত হয়েছে দুর্গাপুজোর । ঢাকার জগন্নাথ হলের প্রতিমা, বরিশালের পিরোজপুর সর্বজনীন, সাভারের কাউন্দিয়া সর্বজনীন, ঢাকার খামারবাড়ি সর্বজনীন পুজোর এক ঝলক দেখে নিন ইটিভি ভারতে ৷

Last Updated : Oct 22, 2023, 10:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.