Surya Shekhar Ganguly: নিজের জীবন ফুটে উঠবে রূপোলি পর্দায়, খুশিতে আত্মহারা 'গ্র্যান্ডমাস্টার' সূর্যশেখর - Dabaru
🎬 Watch Now: Feature Video
মাত্র পাঁচ বছর বয়স থেকে দাবা খেলায় হাতেখড়ি তাঁর। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সূর্য খুব কম বয়সে পেয়েছেন গ্র্যান্ডমাস্টারের তকমা। 16 বছর বয়সে ইন্টারন্যাশনাল মাস্টারের পর মাত্র ঊনিশে পেয়েছেন গ্র্যান্ডমাস্টারের তকমা। 'অর্জুন পুরস্কার', 'বঙ্গভূষণ', 'খেল সম্মান' সবই পাওয়া হয়ে গিয়েছে তাঁর। এহেন সূর্যশেখরের জীবন দ্বারা অনুপ্রাণিত বাংলা ছবি এবার বড় পর্দায়। তবে তাঁর বায়োপিক নয়। এই ছবির ব্যাপারে সূর্যশেখরের কাছ থেকে যাবতীয় তথ্য এবং টেকনিক্যাল সব কিছু জানবেন পথিকৃৎ এবং তা জানাতে আগ্রহী সূর্যশেখর।
উল্লেখ্য, দেশের কনিষ্ঠতম দাবাড়ু গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন দ্বারা অনুপ্রাণিত হয়ে আসছে নতুন বাংলা ছবি 'দাবাড়ু'। নির্মাণে উইন্ডোজ। পরিচালনায় পথিকৃৎ বসু। উত্তর কলকাতার 16 বছর বয়সি একটি ছেলের দাবা খেলার মাধ্যমে বিশ্বের দরবারে পৌঁছে যাওয়ার গল্প এবার আসবে বড় পর্দায়। চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীপঙ্কর দে, কৌশিক সেন, চিরঞ্জিত চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত ও খরাজ মুখোপাধ্যায়কে। এই ছবি নিয়ে দারুণ উচ্ছ্বসিত সূর্যশেখর। ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে কী বললেন গ্র্যান্ডমাস্টার?