Sukanta Slams Anubrata: এবার তিহার জেলের গুড় বাতাসা খাবেন অনুব্রত, কটাক্ষ সুকান্তর - Sukanta Majumdar

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 8, 2023, 4:52 PM IST

শুধু বাংলার গুড় বাতাসা খেলে হবে? তিহারে গিয়েছেন এবার তিহারের গুড় বাতাসা খাবেন ! অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে এমনভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । বুধবার তিনি নদিয়ার ধুবুলিয়ায় আসেন ৷ সেখান থেকে মায়াপুর ইসকন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন । আর ধুবুলিয়ায় দাঁড়িয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন তিনি । উল্লেখ্য, ইডির আবেদনের উপর আদালতে নির্দেশে অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যেই দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে । এর আগে তিনি আসানসোলের জেলে ছিলেন । এবার অনুব্রত মণ্ডলের সেই দিল্লি যাত্রাকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। অনুব্রত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এতদিন বাংলার গুড় বাতাসা খেয়েছেন অনুব্রত । এবার তিহার জেলে গিয়ে গুড় বাতাসা খান, তাহলে ভালোলাগবে । পাশাপাশি তিনি আসানসোলের জেল প্রসঙ্গে জানান, ওই জেলটি অনুব্রত মণ্ডলের জন্য একটি বিলাসবহুল হোটেল ছিল । অর্থাৎ পাঁচতারা হোটেলে যেভাবে মানুষকে আদর আপ্যায়ন করে ওই জেলে অনুব্রতকে সেভাবে আপ্যায়ন করা হত বলে তিনি দাবি করেন । 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.