Subhas Sarkar: বাসে চড়ে জনসংযোগ কেন্দ্রীয় মন্ত্রীর, কটাক্ষ তৃণমূলের - কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার
🎬 Watch Now: Feature Video
2023 শুরুতেই রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার সম্ভাবনা ৷ তার আগে সব দলই জোর দিচ্ছে জনসংযোগে ৷ শুক্রবার অভিনব পদ্ধতি নিজের এলাকায় জনসংযোগ সারলেন বাঁকুড়ার সংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Bankura MP Subhas Sarkar)। শনিবার তিনি বাঁকুড়া শহরের গোবিন্দনগর বাসস্ট্যান্ড থেকে জনসাধারণের সঙ্গে বাসে চড়ে প্রথমে বাঁকুড়া শহরের উপকণ্ঠ পোয়াবাগান হয়ে রওনা দেন বাঁকুড়ার জঙ্গলমহলের খাতড়া হয়ে ঝিলিমিলির উদ্দেশ্য । এদিন তাঁর কাছে খাতড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তা নিয়ে অভিযোগ করেন স্থানীয়রা ৷ জবাবে সুভাষ সরকার জানান, রাস্তা সংস্কারের জন্য প্রচুর টাকা দিয়েছে কেন্দ্র, আর এই রাস্তা কেন্দ্রীয় সরকারের অধীনে নয় রাজ্য সরকারের অধীনে (Subhas Sarkar rides bus) ৷ তাই মহকুমা শাসককে চিঠি লিখে জানানোর জন্য বাসিন্দাদের বলেন তিনি । পঞ্চায়েত ভোটে বিজেপি ভালো ফল করবে বলেও এদিন তিনি আশা প্রকাশ করেন ৷ যদিও তাঁর এই কর্মসূচিকে কটাক্ষ করেছে তৃণমূল ৷
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST