Students Protest in Kolkata: মণিপুরের ঘটনার প্রতিবাদে যাদবপুরে বিক্ষোভ মিছিল পড়ুয়াদের - যাদবপুরে বিক্ষোভ মিছিল পড়ুয়াদের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 25, 2023, 11:00 PM IST

মণিপুরে নারী নির্যাতন ও হিংসার ঘটনার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা জ্বালিয়ে যাদবপুরে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা ৷ মঙ্গলবার সন্ধ্যায় এই বিক্ষোভ দেখানো হয় ৷ মণিপুরে দুই মহিলার উপর যে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে এবং প্রায় তিন মাস ধরে এই রাজ্যে যে হিংসার ঘটনা ঘটছে, তারপরেও প্রধানমন্ত্রী চুপ কেন ? এই প্রশ্ন তুলে এদিন এই বিক্ষোভ দেখানো হয় ৷ এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় খেলার মাঠ থেকে পড়ুয়াদের প্রতিবাদ মিছিল বেরিয়ে প্রথমে যাদবপুর থানা পর্যন্ত যায় ৷ তারপর 8বি বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে এই মিছিল শেষ হয় ৷ মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয় ৷ যাদবপুর, প্রেসিডেন্সি, কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই বিক্ষোভে অংশ নেয় ৷ 

উল্লেখ্য, মণিপুর প্রায় তিন মাস ধরে কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত ৷ 150 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি ৷ বিরোধীদের দাবি, বিজেপি শাসিত মণিপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ সে রাজ্যের সরকার ও কেন্দ্র ৷ এরই মাঝে সে রাজ্যে দুই মহিলাকে যৌন অত্যাচারের পর বিবস্ত্র করে ঘোরানোর ঘটনা সেই ক্ষোভ আরও বাড়িয়েছে ৷ সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব হয়েছে বিরোধীরা ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.