State BJP Leaders in Malda: পাখির চোখ পঞ্চায়েত, মালদা জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বিজেপি নেতৃত্ব - Sunil Bansal
🎬 Watch Now: Feature Video
পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে এবার মালদায় এল রাজ্য বিজেপি নেতৃত্ব (State BJP Leaders in Malda) ৷ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এবং রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল-সহ বিজেপির শীর্ষ নেতারা রবিবার মাঝরাতে মালদায় পৌঁছন ৷ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, সুনীল বনসলের (Sunil Bansal) উপস্থিতিতে মালদার দুই সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠক করবেন তাঁরা ৷ সেখানে জেলার সংগঠনকে মজবুত করা সংক্রান্ত কৌশলগত আলোচনা হবে ৷ পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections) নিয়েও আলোচনা করবে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST