SSB Jawan Died By Suicide: সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী এসএসবি জওয়ান - ssb jawan died by suicide in chakdaha
🎬 Watch Now: Feature Video
সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী হলেন এসএসবি জওয়ান (SSB Jawan Died By Suicide) ৷ 2017 সাল থেকে অসমে এসএসবি ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন তিনি ৷ মৃত জওয়ানের নাম কৌশিক বিশ্বাস (28)৷ সোমবার সকালে ব্যাটেলিয়নের তরফ থেকে ওই জওয়ানের বাড়িতে ফোন করে জানানো হয় ওই তাঁর মৃত্যুর খবর ৷ এদিন ভোররাতে নদীয়ার চাকদহের সান্যাল চরের বাড়িতে এসে পৌঁছয় ওই জওয়ানের দেহ ৷ এলাকায় নেমে আসে শোকের ছায়া
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST