Sovandeb Chatterjee: পার্থ অন্যায় করেছে, শাস্তি পেলে দুঃখ নেই; বিস্ফোরক শোভনদেব - শোভনদেব চট্টোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
অন্যায় করেছেন পার্থ চট্টোপাধ্যায়, তাঁর নামে 50 কোটি টাকা পাওয়া গিয়েছে ৷ উনি শাস্তি পেলে আমাদের কোনও দুঃখ নেই ৷ রবিবার সোদপুর পানিহাটির এক অনুষ্ঠানে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন খড়দার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee criticises Partha Chatterjee) ৷ এদিন তিনি আরও জানান, পার্থ চট্টোপাধ্যায়কে তিনিই হাতে ধরে রাজনীতিতে এনেছিলেন, তাই আরও দুঃখ হয় ৷ পাশাপাশি রাজনীতিতে দুর্নীতি প্রসঙ্গে শোভনদেব (Sovandeb Chatterjee) এদিন মন্তব্য করেন, চোর সব দলেই আছে । যে দল বলতে পারবে তার দলে চোর নেই, তার পার্টি অফিসে গিয়ে তিনি রোজ ঝাট দেবেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST