উপত্যকা ঢাকল বরফের চাদরে, রাস্তা বন্ধ হলেও তুষারপাত উপভোগে পর্যটকরা - রাস্তায় বরফ জমে
🎬 Watch Now: Feature Video
Published : Dec 17, 2023, 3:43 PM IST
Snowfall in Gulmarg: বরফের কার্পেটে মুড়েছে উপত্যকা ৷ রবিবার ভোরে জম্মু-কাশ্মীরের গুলমার্গে তুষারপাত শুরু হয়েছে ৷ আর তাতেই ঢেকেছে বাড়ি, গাছ, গাড়ি, সব কিছু ৷ রাস্তায় বরফ জমে যাতায়াত করা মুশকিল হয়ে গিয়েছে ৷ তাই একদিকে সৌন্দর্যের হাতছানি হলেও, অন্যদিকে তা স্থানীয় থেকে পর্যটকদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ উত্তর কাশ্মীরের বারামুল্লার গুলমার্গে তাপমাত্রা -2.8 ডিগ্রিতে নেমেছে ৷ আগের রাতে ছিল -3.4 ডিগ্রি ৷
বরফ জমে রাস্তা বন্ধ ৷ স্থানীয় এক যুবক জিব্রান বলেন, "পর্যটকদের খুব ভালো লাগছে ৷ এখানে যাঁরা থাকেন, তাঁদের জন্য এটা খুব সমস্যার ৷ আমি এখানে কাল বিকেলে এসেছি ৷ কিন্তু আমায় ফিরে যেতে দেওয়া হয়নি ৷ মুম্বই থেকে আসা এক পর্যটককে বিমানবন্দরে যেতে দেওয়া হয়নি ৷ তিনি হেঁটে বাবঋষি পৌঁছন ৷ সেখান থেকে গাড়ি করে বিমানবন্দরে যান ৷" আরেক পর্যটক সুজয় জানান, বরফ ভালো লাগলেও তাতে বিপদ হতে পারে ৷ তাই আনন্দের সঙ্গে সঙ্গে সতর্ক হওয়া প্রয়োজন ৷ তবে এই তুষারপাতে মেতে উঠেছেন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা ৷ সাদা বরফের মাঝেই জমিয়ে চলছে সেলফি, ফোটোসেশন ৷